চার বছর পূর্বে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ভাইকে ফিরে পেয়েছে স্বজনরা। ৩৫ বছর বয়সি মাইন উদ্দিন রাসেল ফেনী সদর উপজেলার উজালিয়া গ্রাম থেকে নিখোঁজ হয়। গতকাল বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ট্রাস্ট ওল্ড অ্যান্ড কেয়ার হোম থেকে তাকে ফিরিয়ে নিয়েছে ভাই। রাসেল উজালিয়া গ্রামের সোবাহান হাজীর ছেলে। ভাই মিজানুর রহমান জানান, তারা পাঁচ ভাই দুই বোনের মধ্যে সবার ছোট রাসেল। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তার স্ত্রী তাকে ত্যাগ করে চলে গেছে। ২০২১ সালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। টরকী বন্দর ট্রাস্ট ওল্ড অ্যান্ড কেয়ার হোমের প্রতিষ্ঠাতা ল্যান্স করপোরাল কাজী সুজনের গত ২৪ আগস্ট দেওয়া পোস্টের মাধ্যমে নিখোঁজ ভাইয়ের সন্ধান পেয়েছেন। হোমের সঙ্গে যোগাযোগ করে সোমবার তাকে ফেনীতে ফিরিয়ে নিয়ে গেছেন। তাকে ফিরিয়ে নিতে আসা অপর ভাই ফারুক হোসেন বলেন, তাকে বাড়িতে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করব। অসুস্থ থাকায় গত চার বছর কোথায় ছিল তা জানা যায়নি।
হোমের প্রতিষ্ঠাতা ল্যান্স কর্পোরাল কাজী সুজন বলেন, গত ২৩ আগস্ট রাতে স্থানীয়রা গৌরনদী পৌরসভার কাসেমাবাদ এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে হোমে দিয়ে যায়। তার পরিচয় জানতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর স্বজনরা এসে নিয়ে গেছে।