বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিগত ১৭ বছর মানুষ কোনো কথা বলতে পারেনি। কারও বাকস্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পর মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকাল বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ৩১ দফা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বথা বলেন। তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে কৃষক শ্রমিক মেহনতি মানুষের কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মধ্যে ডিজিটাল কার্ড দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমেই কৃষকরা পাবেন কৃষিপণ্যের ন্যায্য দাম। খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে ৩১ দফা কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে তিনি বলেন, মানিকগঞ্জের তিনটি উপজেলাই নদীভাঙনকবলিত। কিন্তু ফ্যাসিন্ট সরকারের সময় নদীভাঙন রোধে কোনো কাজ না করলেও অবৈধভাবে মাটি-বালু বিক্রি করে অনেকেই রাতারাতি হয়েছেন কোটি কোটি টাকার মালিক। ফলে ভবিষ্যতে আর যেন কোনো স্বৈরাচার মানুষের ক্ষতি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সেই সঙ্গে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক সময় মানিকগঞ্জ ছিল বিএনপির ঘাঁটি। সময় এসেছে এ ঘাঁটি পুনরুদ্ধারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাবিবুল্লাহ। আরোয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার ২২ ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দেওয়া হচ্ছে।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
১৭ বছর মানুষ কথা বলতে পারেনি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর