রাজধানীর নয়াপল্টনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম জসিম উদ্দিন (৪৫)। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এ তথ্যে ডিবি মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৮টায় রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।