বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে স্বাস্থ্য খাতে সংস্কার অন্যতম। আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে, অন্যদিকে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ। গতকাল নগরীর পতেঙ্গা সুমাইয়া কনভেনশন হলে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বাস্থ্যসেবা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি এ আয়োজন করে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিমের সভাপতিত্বে সদস্যসচিব আলী আজমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাব উদ্দিন, ডা. নুরুল আবছার, ইসমাইল হোসেন, আবদুস সাত্তার প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১১ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।