কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ এইচ এম সফিকুজ্জামান। গতকাল ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে ক্যাবের সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
এ এইচ এম সফিকুজ্জামান ১৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সরকারি চাকরিজীবনে তিনি সরকারের বিভিন্ন নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতার জন্য বিশেষভাবে সমাদৃত হয়েছেন।