বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মনে করে বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে। বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী নয়। আজকে যারা পিআরের কথা বলছেন তারা জনগণের কাছে গিয়ে দেখতে পারেন তারা কি চায়। কোনো অবস্থাতেই দলীয় স্বার্থ হাসিল করতে একটি পদ্ধতিকে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। গতকাল বিকালে রংপুর শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির যুগ্মমহাসচিব হাবিবুন নবী খান সোহেল রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। একটি আসনে এমপি হওয়ার যোগ্যতা রাখে এমন ১০-১২ জনও প্রার্থী রয়েছে।
দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। একটি জনপ্রিয় দলে একাধিক প্রার্থী থাকাটাই স্বাভাবিক।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, অধ্যাপক আামিনুল ইসলামসহ অন্যরা।