রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত কার্যক্রম শেষ হলে সরকার প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। গতকাল সকালে ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তারা দেশে ফিরে গেছেন। দুই-তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি। তিনি আরও বলেন, ওনাদের (তুর্কি বিশেষজ্ঞ দল) প্রতিবেদন মূল নয়, আমাদের প্রতিবেদনেরই ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
অন্য এক প্রশ্নের জবাবে শেখ বশির উদ্দীন বলেন, বিকল্প উপায়ে বর্তমানে আমদানি পণ্য খালাস চলছে। খুব দ্রুতই কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        