মাউন্ট এভারেস্টকে ঘিরে বছরের এই সময়টায় পর্বতপ্রেমীদের ঢল নামে নেপালে। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে চিত্রটা এবার উল্টে গেছে। অভিযানের জন্য যারা আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছিলেন, শেষ মুহূর্তে তারা তা বাতিল করেছেন। ফলে, এভারেস্টকে কেন্দ্র করে নেপালের যে পর্যটন শিল্প গড়ে উঠেছে, তার অবস্থা এখন খারাপ।
জানা গেছে, চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের পাশাপাশি ইতালি থেকেও প্রতি বছর ঝাঁকে ঝাঁকে পর্বতারোহীরা আসেন নেপালে এভারেস্ট অভিযানের জন্য। কিন্তু, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস লাগামহীন হয়ে ওঠায়, ওইসব দেশ থেকে কেউ আর হিমালয় অভিযানে আসছেন না। আসার অনুমতিও নেই।
ইতিমধ্যে গোটা বিশ্বে ২,৮০০ জনেরও বেশি প্রাণঘাতী এই ভাইরাসে মারা গিয়েছেন। যার সিংহভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে চীনে। বাকিটা দক্ষিণ কোরিয়া ও ইরানে। নেপালের হতাশ ট্যুর অপারেটরা এ জন্য সে দেশের সরকারকেই দায়ী করছেন। তাদের বক্তব্য, নেপাল সরকার কোনওরকম প্রস্তুতি না নিয়ে রাখায়, পর্যটন শিল্প এ বছর ক্ষতির মুখে।
ট্যুর অপারেটরদের ধারণা, সময়ের সঙ্গে ক্ষতির এই অঙ্কটা লাফিয়ে বাড়া ছাড়া কমবে না।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/হিমেল