২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:১৭

কাতারে প্রথম করোনা রোগী শনাক্ত

আমিন ব্যাপারী, কাতার

কাতারে প্রথম করোনা রোগী শনাক্ত

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও পৌঁছে গেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে। কাতারের জনপ্রিয় পত্রিকা গালফ টাইমস ও দা পেনিনসুলার অনলাইন ভার্সনে এই নিউজটি প্রচার করা হয়েছে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৩৬ বছর বয়সী ওই করোনা আক্রান্ত রোগী এক কাতারি। তবে তিনি সম্প্রতি ইরান ভ্রমণ করেছিলেন। মন্ত্রণালয় আরও জানায়, রোগীকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে সিডিসিতে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আড়াই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণঘাতীর দিক দিয়ে উৎসস্থল চীনের পরেই ইরান।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

সর্বশেষ খবর