ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। আজ বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২০০ মানুষ এবং আক্রান্ত হয়েছে ৯২ হাজার, যার বেশিরভাগই চীনের। মোট ৭০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস।
তবে আইপিএলেও কি করোনাভাইরাসের প্রভাব পড়তে পারে? এখনও পর্যন্ত এ রকম আশঙ্কা নেই, কিন্তু পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
ওয়াংখেড়েতে ২৯ মার্চ চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। কিন্তু এই মুহূর্তে করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে দুনিয়া। ক্রীড়াক্ষেত্রে যার প্রভাব পড়েছে ভীষণ ভাবে। অনেক প্রতিযোগিতা বাতিল হয়ে যাচ্ছে। এমনকি টোকিয়ো অলিম্পিকও প্রশ্নের মুখে।
মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেলকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত করোনাভাইরাস নিয়ে আইপিএলে সমস্যা নেই। আমরা পুরো ঘটনার উপরে নজর রাখছি।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ