বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, আইসোলেশনে রাখা দেশি-বিদেশি ৫ জনের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। আজ বুধবার আইসিডিআর এ তথ্য জানিয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীন থেকে আসা একাধিক বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষিণ কোরিয়ার নাগরিকসহ মোট ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা