চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯২ হাজার মানুষ।
এদিকে, ভারতে ঘুরতে এসে ইতালির ১৫ নাগরিকের শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মোট ২৮ জনের শরীরে করোনা পাওয়া গেল।
ভারতীয় গণমাধ্যম জানায়, গত মাসে ভারতের বেড়াতে আসে ইতালির ২৩ পর্যটকের দল। জয়পুর বেড়ানো সময় তাদের একজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ মেলে। তাকে পৃথকভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তার স্ত্রীকেও কড়া নজরদারিতে রাখা হয়েছে।
বাকি ২১ জনকে দিল্লির আইটিবিপি পৃথকীকরণ কেন্দ্রে রাখা হয়েছিল। পরে তাদের শারীরিক পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া গেছে।
গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস অনন্ত ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন