চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস অনন্ত ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বুধবার পর্যন্ত করোনাভাইরাসে ৩২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯২ হাজার মানুষ।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে কুয়েত প্রবেশের ক্ষেত্রে বিশ্বের ১০ দেশের নাগরিকদের কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটি। বাংলাদেশ ও ভারতসহ ১০ দেশের নাগরিকরা করোনাভাইরাসমুক্ত সনদ ছাড়া কুয়েতে যেতে পারবেন না। ৮ মার্চ থেকে এটি কার্যকর হবে।
বাংলাদেশ ও ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবানন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে এ তথ্য জানায় কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, করোন মুক্ত সনদ ছাড়া কোনোভাবেই এই ১০ দেশের নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ ৫৬ জন করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন কুয়েতে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন