করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার ৫ দিনের মাথায় লি লিয়াং নামের এক ব্যক্তি মারা গেছেন। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরের বাসিন্দা। সাংহাই ভিত্তিক নিউজ পোর্টাল দ্য পেপারের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ খবর ছেপেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
লি লিয়াংয়ের স্ত্রী মেই জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি লিকে হাসপাতালে ভর্তি করা হয়। দু’সপ্তাহ চিকিৎসা শেষে তাকে ১৪ দিন একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে ফোরার দু’দিন পর থেকে অসুস্থ বোধ করছিলেন লি।
গত ২ মার্চ লি জানান, তার শরীর খারাপ লাগছে। পরে তাকে একটি হাসপাতালে নেয়া হয়। বিকেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উহান হেলথ কমিশন তার মৃত্যু সনদে লিখেছে, সরাসরি নভেল করোনাভাইরাস থেকেই তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা