কভিড-১৯ নামের নতুন করোনাভাইরাসে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৫ হাজার মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫০-এ। মোট ৭৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।
এদিকে করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়া প্রথম ব্যক্তির মৃত্যুর পর সেখানে জরুরি অবস্থা জারি করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১-তে।
নিউ ইয়র্কে ১০০০ লোককে নিজে থেকেই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে বলা হয়েছে।
অস্ট্রেলিয়াতে এ ভাইরাসে আরও একজনের মৃত্যু হওয়ায় মহামারী আকারো করোনাভাইরাস ছড়ানো দেশ দক্ষিণ কোরিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এর আগে অস্ট্রেলিয়াতে আরও একজনের মৃত্যু হয়েছে।
সিয়াটলের অফিসে করোনাভাইরাসের রোগী পাওয়া যাওয়া সেখানে অফিস বন্ধ করে দিয়েছে ফেসবুক।
ইতালিতে মার্চের মাঝামাঝি পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
করোনাভাইরাসের কারণে অলিম্পিক পেছানো হবে না বলে জানিয়েছেন জাপানের অলিম্পিক মন্ত্রী। তিনি বলেছেন, তারা প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/ফারজানা