চীনকে মৃত্যুপুরী বানিয়ে ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন বিশ্বের ৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে একদিনেই ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
মহামারী রূপ নেওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ইতালি। ১৫ মার্চের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাবে দেশটির সরকার।
এদিকে সঙ্কট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে।
এছাড়া খেলাধুলার সব আয়োজনও বাতিল করেছে ইতালি। করোনার কারণে ইতালি ছাড়াও আরও অন্তত ১২টি দেশ তাদের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ করে দিয়েছে।
গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাস দেশটিতে কেড়ে নিয়েছে ৩ হাজারেরও বেশি প্রাণ। সর্বশেষ তথ্যানুযায়ী চীনে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম