পর্তুগালে পোর্তোর পরবর্তীতে রাজধানী লিসবন, গিমারেশ ও ভিলা রিয়ালে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত ৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) রাত ১০টায় দেশটির স্বাস্থ্য অধিদপ্তর-জেনারেল ফর হেলথ (ডিজিএস) বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩ জন পোর্তোয়, ১ জন কুইমব্রা ও ২ জন রাজধানী লিসবনে চিকিৎসাধীন আছেন এবং সন্দেহ থাকায় ১১৭ জনকে বিভিন্ন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল আছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর-জেনারেল ফর হেলথ (ডিজিএস) জানিয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানী লিসবনে ৪০বছরের বেশী বয়সী একজন নারীর শরীরে এ ভাইরাসের সংক্রমনের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। পর্তুগালে এই প্রথম কোন নারী কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হলেন। পূর্ববর্তী ৫জন রোগীর ২ জনের ৩০ বছর, ২ জনের ৪০ বছর এবং ১ জনের ৬০ বছর বেশী বয়সী পুরুষ ছিলেন। তবে আক্রান্তদের মধ্যে ৩ জনই সম্প্রতি ইতালী এবং একজন স্পেন থেকে এসেছেন এবং অপর দু'জনও তাদের সংস্পর্শেই সংক্রমিত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছে।
কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবিলায় পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই রাজধানী লিসবনে ৩০০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল এবং সারা দেশে ৬০টিরও বেশী বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ