যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনাভাইরাসে একজনের মৃত্যু হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। বাকি ১০ জন রাজধানী ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা।
বুধবার মারা যাওয়া ৭১ বছরের ওই মার্কিন নাগরিক প্রিন্স ক্রুজ নামের একটি প্রমোদতরীর যাত্রী ছিলেন। গত ফেব্রুয়ারিতে ওই প্রমোদতরীতে করে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে মেক্সিকো ভ্রমণ করেন।
এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর এ জরুরি অবস্থা জারি করেন। রাজ্যটি এখন করোনাভাইরাস মোকাবেলায় কেন্দ্রীয় অর্থ তহবিল থেকে সহায়তা পাবে। এর আগে ওয়াশিংটন এবং ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়।
ক্যালিফোর্নিয়ায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে কমপক্ষে ১৫০ জন আক্রান্ত হয়েছে এর মধ্যে ৫৩ জনই ক্যালিফোর্নিয়ার।
সূত্র : দ্য গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/শফিক