মহামারী করোনাভাইরাসের এখনো কোনো চিকিৎসা পদ্ধতির সন্ধান পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা নানা রকম ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। তেমনই এক ভ্যাকসিন গ্রহণ করেছেন চীনের এক চিকিৎসক। ৫৪ বছর বয়সী সেই চিকিৎসকের নাম চেন উই। তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির মেজর জেনারেলও।
একটি ছবিতে দেখা গেছে, সাদা পোশাকের এক ব্যক্তি তার শরীরে ভ্যাকসিনটি দিয়ে দিচ্ছে। ওই ভ্যাকসিন তার দলের আরো পাঁচজনের শরীরে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভ্যাকসিনটি এখনো পশুপ্রাণীর ওপরও প্রয়োগ করা হয়নি। এটি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। ভ্যাকসিনটি কার্যকরভাবে প্রয়োগের জন্য নিরলসভাবে কাজ চলছে।
এর আগে ২০১৪ সালে ইবোলার ভ্যাকসিন সবার আগে আবিষ্কার করে বিশ্বব্যাপী আলোচনার শিরোনামে চলে আসেন চেন উই। ২০০০ সালে সার্স মোকাবেলায়ও তার অবদান রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা