করোনাভাইরাস আতঙ্কের আবহে তিন দিন আগে বন্ধ হয়ে গিয়েছিল প্যারিসের লুভ্র মিউজিয়াম। এবার সংক্রমণের আশঙ্কায় লন্ডনের বইমেলাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বইমেলা হওয়ার কথা ছিল আগামী ১০-১২ মার্চ।
শুধুমাত্র মেলা উপলক্ষে কমপক্ষে ২৫ হাজার মানুষের জড়ো হওয়ার কথা ছিল পশ্চিম লন্ডনে। কিন্তু বিশ্বের নানা প্রান্তে যে গতিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, এত সংখ্যক লোক এক জায়াগায় জড়ো হওয়া আদৌ সুরক্ষিত নয় বলে মনে করছে ব্রিটিশ সরকার। তাই এই বইমেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, লুভ্র কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, তারা ফের মিউজিয়াম খোলা রাখছেন। যে কর্মীদের আপত্তিতে মিউজিয়াম বন্ধ রাখা হয়েছিল, তারা ফের কাজে ফিরেছেন। ফরাসি সরকারও জানিয়েছে, ফ্রান্সের পরিস্থিতি এখন অতটা উদ্বেগের নয় যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মিউজিয়াম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে।
তবে লুভ্র খুললেও গোটা বিশ্বের ছবিটা ততটাও স্বস্তিদায়ক নয়। করোনাভাইরাসে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৫ হাজার মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫০-এ। মোট ৭৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ