যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি নিজেই আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে তাকে পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
ওই স্বাস্থ্যকর্মী সর্বশেষ ২১ ফেব্রুয়ারি বিমানবন্দরে দায়িত্ব পালন করেছেন। পরে ২৯ ফেব্রুয়ারি তার মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। বর্তমানে ওই ব্যক্তি ও তার পরিবার কোয়ারেনটাইনে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চীন থেকে আসা কোনো যাত্রীর মাধ্যমেই ওই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রশাসন বলছে, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা