স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। স্পেনে গতকাল শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত আট ঘন্টায় ৯৬৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭৪ জন, মারা গেছেন ১৩০ জন ও সুস্থ হয়েছেন ১৮৯ জন। আক্রান্তদের মাঝে রয়েছেন অনেক রাজনৈতিক নেতা। মন্ত্রীও রয়েছেন সেই তালিকায়।
স্পেনের কার্যনির্বাহী পরিষদের ঘোষিত তথ্য অনুযায়ী, দেশটির সমতা মন্ত্রী আইরিন মন্তেরো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানানো হয়। মন্ত্রী আইরিন মন্তেরো বামপন্থী দল পদেমস এর নেতা। মন্তেরোর কাশি শুরু হলে ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছিল। পরে তিনি টুইটারের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি ভাল আছেন।
তার পার্টি পোদেমোস সূত্র জানিয়েছে, তার জ্বর হয়নি। মন্তেরো বর্তমানে গ্যালাপাগরের মাদ্রিদের উপশহরে নিজেদের বাড়িতে রয়েছেন। পোদেমোস দলের প্রধান ও স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রী পাবলো ইগলেসিয়াস কুয়ারান্টাইনে রয়েছেন বলে নিশ্চিত করেছে স্পেনের কার্যনির্বাহী পরিষদ।
কার্যনির্বাহীর ঘোষণা অনুযায়ী, স্পেন সরকারের সকল মন্ত্রী ও সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা নেওয়া হবে। দেশটির আঞ্চলিক নীতি ও সিভিল সার্ভিস মন্ত্রী ক্যারোলিনা দারিয়াসও করোনা ভাইরাস পজিটিভ রয়েছেন বলে স্থানীয় পত্রিকা এল পাইস এর একটি প্রতিবেদনে জানা গেছে।
পত্রিকাটির প্রতিবেদন থেকে আরও জানা যায়, মন্ত্রী পরিষদের সচিবরা মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে বৈঠক কমিয়ে আনার চেষ্টা করছেন। গত কয়েকদিন মন্ত্রী পরিষদের বৈঠকগুলোতে মন্ত্রীরা করোনাভাইরাস সংক্রমণের ভয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন। এমনকি, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শারীরিক উপস্থিতি ছাড়াই করোনাভাইরাস প্রসঙ্গ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করেছিলেন। এসময় সংবাদকর্মীরাও তাকে বিভিন্ন প্রশ্ন করেন।
এদিকে, কট্টর ডানপন্থী দল ‘ভক্স পার্টি’-এর নেতা সান্তিয়াগো অ্যাবাসাকাল টুইটারের মাধ্যমে ঘোষণা করেছেন যে, তার কোভিড -১৯ রয়েছে। দলটির সাধারণ সম্পাদক খাবিয়ের ওর্তেগা স্মিথ ১০ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
স্প্যানিশ রাজ পরিবারকেও ভাইরাস পরীক্ষা করতে হয়েছিল এবং তারা করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে নিশ্চিত হওয়া গেছে। রাজ পরিবারের একজন মুখপাত্র জানিয়েছেন, স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ এবং রাণী লেটিজিয়ার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশ অনুসারে রানী লেটিজিয়া কোন সরকারি দায়িত্ব ছাড়াই পৃথক অবস্থায় থাকবেন এবং তার তাপমাত্রা পর্যবেক্ষণ করা হবে। প্রধানমন্ত্রীর প্রাসাদ ‘লা মনক্লোয়া’-তে অনুষ্ঠিত বৈঠকের সংখ্যা হ্রাস করা হয়েছে এবং এর কর্মীরাও টেলিযোগাযোগ করছেন।
প্রসঙ্গত, স্পেনে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ‘জরুরি রাষ্ট্রীয় সতর্কতা’ জারি করা হয়েছে। ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে স্পেনের অবস্থান দ্বিতীয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ