ইউরোপের দেশ যুক্তরাজ্যে করোনার ভয়াবহতা বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। নতুন করে করোনাভাইরাস আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২১ জনের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের প্রধান মেডিকেল কর্মকর্তা বলছেন, নতুন করে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল তারা একটি ঝুঁকিপূর্ণ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। চীনের পর ইউরোপকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
নতুন করে যাদের মৃত্যু হয়েছে তারা সবাই আগে থেকেই অন্য রোগে অসুস্থ ছিলেন এবং তাদের সবার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সেবা বিভাগ। মৃত্যুর ঘটনা ঘটেছে লন্ডন, বার্মিহাংম এবং লিচেস্টারসহ গোটা যুক্তরাজ্যে।
এদিকে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে বিশ্বের সব রাষ্ট্র যখন বেশি মানুষ একত্রিত হতে পারে এমন সভা-সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। একের পর এক বড় বড় সভা-সেমিনার বন্ধ হচ্ছে, সেখানে সম্পূর্ণ উল্টো পথে হাটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বলছেন, বড় জমায়েত করতে দাও, মানুষের মাঝে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।
করোনা আতঙ্কে ইউরোপের বিভিন্ন দেশে যখন স্কুল-কলেজ, স্টেডিয়াম, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে, তিনি সেপথে হাঁটেননি। তিনি শুধু মানুষের কাছে আবেদন জানিয়েছেন, কারও শ্বাসকষ্ট হলে বাড়িতে শুয়ে থাকুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার