গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক সৃষ্টি করে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস (COVID-19 ) প্রতিরোধে ওমানের শিক্ষাপ্রতিষ্ঠানে এক মাসের জন্যে পাঠদান স্থগিত করা হয়েছে।
দেশটির জাতীয় গণমাধ্যম ওমান টিভির খবর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী শনিবার (১৪ মার্চ) জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রবিবার (১৫ মার্চ) থেকে এক মাসের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
বিবৃতিতে, করোনাভাইরাসে প্রতিরোধে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির পক্ষ থেকে, সচেতনতামূলক ব্যবস্থা হিসেবে ওমানি ও প্রবাসী সকল পরিবারকে এই এক মাস তাদের শিক্ষার্থী সন্তানদের বাসায় রাখতে এবং জনসমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে। করোনাভাইরাস (COVID-19) এর বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতার প্রয়োজনীয়তাগুলি ব্যক্তিগত এবং সর্বস্তরে অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
সরকারি এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় (এসকিউ) জানিয়েছে যে, তারা ১৫ মার্চ রবিবার থেকে বিশ্ববিদ্যালয়টিতে সকল শিক্ষা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সুলতান কাবুজ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পর্কিত সমস্ত আপডেট এবং এর প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাধ্যমে অবহিত করা হবে।
শনিবার সবশেষ তথ্য অনুযায়ী ওমানে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন। যাদের মধ্যে ১৯ জনই ইরান ও ইতালি থেকে দেশে ফিরে আসা ওমানি নাগরিক। সর্বসাকূল্যে আক্রান্ত ৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে ওমানে করােনাভাইরাস আক্রান্ত কোন রোগী এখনও মারা মারা যায়নি বলে জানিয়েছে ওমান রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষ।
রয়্যাল হাসপাতালে করোনা-আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবর মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, রোগীরা নিবিড় পরিচর্চায় আছেন, স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। কোনরকম গুজবে কান না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে অফিসিয়াল তথ্যের উপর নির্ভর করতে বলেছে। প্রয়োজনে যেকোনো তথ্যের জন্যে হসপিটাল কর্তৃপক্ষসহ জাতীয়ভাবে করোনা মোকাবেলায় যে টিম ও হটলাইন চালু করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল