বাংলাদেশের আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। আশার খবর হচ্ছে, এদের কেউ দেশে সংক্রমিত হননি, তাদের একজন ইতালি এবং অন্যজন জার্মানি থেকে এসেছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন।
করোনাভাইরাসের রোগীকে হাসপাতালে নেয়ার মধ্যেই এর কাজ শেষ হয় না। ইতালি এবং জার্মানি থেকে তারা কবে কোন ফ্লাইটে এসেছিলো, দেশে আসার পর তারা কোথায় কোথায় গিয়েছে, কাদের সংস্পর্শে এসেছে- সে সম্পর্কে খোঁজ নেয়া হয়েছে কি না- সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
অথচ সাধারণ স্ট্যান্ডার্ড হচ্ছে, তারা যে ফ্লাইটে এসেছে, সেই ফ্লাইটের অন্যান্য যাত্রীদের, তারা যেখানে যেখানে গিয়েছে যাদের সংস্পর্শে গেছে তাদের টেস্টের আওতায় আনা। কানাডা শতাধিক করোনাভাইরাসে আক্রান্ত রোগী থাকা সত্ত্বেও এটির ব্যাপক বিস্তৃতি রোধ করতে পেরেছে এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমেই।
ইতালি এবং জার্মানফেরত দুইজনকে হাসপাতালে চিকিৎসার আওতায় নিয়ে দায়িত্ব শেষ করলে বিপদের আশঙ্কা আছে। এই দুই জন কাদের সংস্পর্শে গেছেন- তাদেরও খোঁজা দরকার।
লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা