ইরান ও লেবাননে আটক মার্কিন নাগরিকদের ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার এসব বন্দিকে ছেড়ে দেয় দেশ দুটি।
এদিকে, তেল কোম্পানি সিটগো থেকে আটক হওয়া এক দ্বৈত নাগরিককে মুক্তি দিতে ভেনিজুয়েলার প্রতি চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
আর ২০১২ সালে যুদ্ধকবলিত সিরিয়া থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক অস্টিন টিসের বেঁচে থাকার আশাও ধরে রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অনলাইনে পরিচিত হওয়া এক নারীর সঙ্গে দেখা করতে বৈরী দেশে পাড়ি জমিয়েছিলেন এক মার্কিন নাগরিক। আর ইসরাইলপন্থী মিলিশিয়াদের অংশ হিসেবে বন্দি নির্যাতনের অভিযোগে আরেক মার্কিন নাগরিককে আটক হন লেবাননে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর সাবেক সদস্য মাইকেল হোয়াইটকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তিনি রাজধানী তেহরানে উড়াল দেন।
ইরানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অনুপস্থিতিতে সুইজারল্যান্ডের দূতাবাসই মার্কিন প্রতিনিধিত্ব করছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, মাইকেল হোয়াইটসহ যেসব আমেরিকানকে ভুলভাবে আটক রাখা হয়েছে, তাদের পুরোপুরি মুক্তির জন্য যুক্তরাষ্ট্র কাজ করে যাবে।
২০১৮ সালের জুলাইয়ে আটক করা হয়েছিল হোয়াইটকে। পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অবমাননার অভিযোগে তার ১০ বছরের কারাদণ্ড হয়েছিল।
ছদ্মনামে সামাজিকমাধ্যমে তিনি সরকারবিরোধী বিভিন্ন মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
হোয়াইটের আইনজীবী মার্ক জিয়াদ বলেন, করোনাভাইরাসের পরিস্থিতির কারণেই তাকে ছুটি দেয়া হয়েছে। তিনি ইরান ছেড়ে নিজ দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন শীর্ষ কূটনীতিক ডেভিড শেনকার বলেন, লেবানন থেকে আমের আল-ফাকহুরিকে মুক্তির চেষ্টাও ত্বরান্বিত হয়েছে।
তাকে মুক্তির বিষয়ে লেবানন সহযোগিতা করছে বলে মন্তব্য করেন ট্রাম্প। গত সেপ্টেম্বরে তিনি আটক হয়েছিলেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, তাকে মুক্ত করতে আমরা কঠিনভাবে কাজ করে যাচ্ছি। শেষ পর্যন্ত তিনি নিজের পুরো পরিবারকে কাছে পাবেন।
লেবাননের এক বিচারিক কর্মকর্তা বলেন, ফাকহুরিকে গত সোমবার ছেড়ে দেওয়া হয়েছে।
পরবর্তী সময়ে একটি নিরাপত্তা সূত্র জানায়, মার্কিন দূতাবাস থেকে হেলিকপ্টারযোগে লেবানন ছেড়ে গেছেন ফাকহুরি। তবে তাকে নিয়ে দূতাবাসের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কালাম