শরীয়তপুরে ২৪ ঘন্টায় ৫৮ জন হোম কোয়ারেন্টাইনে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে না থাকায় আট প্রবাসীকে ১ লাখ ৬২ হাজর ৯শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ সপ্তাহ পার হওয়ায় ১১৪ জনকে কোয়ারান্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ৩টা পর্যন্ত জেলায় মোট ৩৬৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৫২২ জনকে। জেলার ৬টি উপজেলায় ৩০টি আইসোলেশন শয্যা ও ১০০ টি কোয়ারেন্টাইন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় এখন পর্যন্ত কোন করোনাভাইরাস আক্রান্ত বা সন্দেহজনক কেউ শনাক্ত হয়নি। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত এক সপ্তাহে কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরাঘুরি করায় শরীয়তপুর সদর উজেলায় ২, জাজিরা ১, নড়িয়া ১, ভেদরগঞ্জ ৩, ডামুড্যা ১ জন সহ শরীয়তপুর জেলায় মোট ৮ জনকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৬২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন।
অন্যদিকে করোনা আতঙ্কের সুযোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে নড়িয়া উপজেলার বিভিন্ন বাজারের ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ২১ হাজার টাকা জরিমানা করেন। জেলার নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদলত।
বিডি-প্রতিদিন/শফিক