কিশোরগঞ্জে নতুন করে ৬৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৩৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে জেলার অষ্টগ্রাম উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে (সরকারি প্রাথমিক বিদ্যালয়) ১৫জন এবং ভৈরব ২০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ট্রমা সেন্টারে ১৪ জনকে রাখা হয়েছে। তাদের মধ্যে কারও করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি।
রবিবার বিকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা ব্যক্তি সুস্থ হওয়ায় রবিবার তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ১৪ দিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় রবিবার হোম কোয়ারেন্টাইন থেকে ৩৭ জন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। এ নিয়ে মোট ১৭৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন