গত ২৪ ঘণ্টায় কুয়েতে নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তে সনাক্ত হয়েছেন মোট ১৮৮ জন।
প্রতিদিনকার মতো আজ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
এই মুহূর্তে সর্বশেষ খবর অনুযায়ী ১৮৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন, চিকিৎসারত আছেন ১৫৮ জন। এর মধ্যে পাঁচজন আইসিইউতে আছেন। এখন পর্যন্ত কোনো মৃতের ঘটনা ঘটেনি। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৪৯ জন। সূত্র আরব টাইমস।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন