ভয়াবহ করোনাভাইরাস মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল ও কলেজ ভবনে চালু হচ্ছে ৪০ শয্যার আইশোলেশন ইউনিট। এদিকে জেলার ৫টি উপজেলায় বিদেশ ফেরৎ ৫৪ জন নারী-পুরুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকায় ২ জনকে স্বাভাবিক পরিবেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানিয়েছেন, সরকারের পূর্ব নির্দেশনা অনুযায়ী হাসপাতালে নতুন ভবনের তৃতীয় তলায় ১২ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত আছে। এখনো জেলায় কোনো করোনা রোগী শনাক্ত না হলেও আমরা সতর্ক রয়েছি। সেই সাথে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের বাইরে টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় ও তৃতীয় তলায় ৪০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন