করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাটে গণপরিবহনের যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য সাবান পানির ব্যবস্থা করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি। রবিবার সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও মাইক্রোবাস স্ট্যান্ডের ৮টি স্থানে যাত্রী ও মটর শ্রমিকদের জন্য এ ব্যবস্থা করা হয়।
বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনের যাত্রী ও মোটর শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সকাল থেকেই বাস স্ট্যান্ডের ৮টি স্থানে সাবান পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যাত্রী ও মোটর শ্রমিকদের সচেতন করতে মালিক সমিতির পক্ষ থেকে লিফলেট ও মাইকিং করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন