চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের উদ্যোগে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাব মোকাবেলায় জীবাণুনাশক ‘চুয়েটাইজার’ নামে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত প্রস্তুত প্রণালী অনুসরণ করে এটি তৈরি করা হয়। স্যানিটাইজার তৈরির উপাদানগুলোর মধ্যে আছে, আইসোপ্রোপানল, গ্লিসারল, হাইড্রোজেন-পারক্সাইড। চুয়েটের রসায়ন বিভাগের ল্যাবে ১০০ মিলিলিটার সাইজের ৩০০ ইউনিট স্যানিটাইজার তৈরি করা হয়েছে। চুয়েটের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. রাজিয়া সুলতানার নেতৃত্বে চুয়েটাইজারটি তৈরি করা হয়েছে।
চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘বর্তমানে আমরা একটি বৈশ্বিক মহামারি মোকাবেলা করছি। এটি সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। তাই আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে সচেতনতা তৈরি করা। একই সঙ্গে করোনাভাইরাসের আক্রমণ ঠেকাতে ভূমিকা রাখা। চুয়েটের রসায়ন বিভাগের হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগটি প্রশংসনীয়। আমরা এসব স্যানিটাইজার বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করে আমাদের অবস্থান থেকে ভূমিকা রাখতে চাই।’
এদিকে, দুপুরে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম হ্যান্ড স্যানিটাইজারের আনুষ্ঠানিক উদ্বোধন ও বিনামূল্যে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, সাবেক ডিন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসাইন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার ও অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার