আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপণ্যের দোকান বাদে দেশের সব ধরনের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।
রবিবার দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গণমাধ্যমকে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, আমরা ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপার মার্কেটের সকল কাপড়ের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্তের ফলে শুধু কাপড়ের দোকান বন্ধ থাকবে। কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্য সকল ধরনের পণ্যের দোকান খোলা থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন