করোনা আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাটে ফিরে আসা ৩ হাজার ৩০০ জনের মধ্যে রবিবার সকাল পর্যন্ত মাত্র ৮৮০ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। কোয়ারেন্টাইনের বাইরে থাকা বিপুল সংখক প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখতে প্রচারণা চালানো হচ্ছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবীর জানান, জেলায় এখনো হোম কোয়ারেন্টাইনের বাইরে থাকা বিপুল সংখক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছে। বিদেশ থেকে আসা প্রবাসীরা যাতে হোম কোয়ারেন্টাইন থেকে বের না হয় সেজন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিসহ গ্রাম পুলিশকেও কাজে লাগানো হয়েছে।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন