শরীয়তপুরে ২৪ ঘণ্টায় ৫৮ জন হোম কোয়ারেন্টাইনে, এছাড়া নিয়ম না মানায় আটজন প্রবাসীকে ১ লাখ ৬২ হাজর ৯শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ২ সপ্তাহ পার হওয়ায় ১১৪ জনকে কোয়ারান্টাইন থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ৩টা পর্যন্ত জেলায় মোট ৩৬৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ৫২২ জনকে। জেলার ৬টি উপজেলায় ৩০টি আইসোলেশন শয্যা ও ১০০ টি কোয়ারেন্টাইন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় এখন পর্যন্ত কোন করোনাভাইরাস আক্রান্ত বা সন্দেহজনক কেউ শনাক্ত হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক