করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বগুড়ার মহাস্থানগড়ে করতোয়া নদীর শীলা দেবীর ঘাটে পুণ্যস্নান ও মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার দিনভর পুণ্যস্নান উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল।
মহাস্থান মহাশ্মশান ও শীলা দেবীর ঘাট উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আমরা সভা করে পুণ্যস্নান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, প্রাচীনকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা করতোয়া নদীর এই ঘাটে অমাবশ্যা তিথিতে পুণ্যস্নান করে আসছেন। তারই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার পুণ্যস্নান হবার কথা ছিল।
এদিকে, করোনা প্রতিরোধে রবিবার থেকে শহরে সব ধরণের পাবলিক পার্ক ও খেলার মাঠ বন্ধ ঘোষণা করেছে বগুড়া পৌরসভা। রবিবার বগুড়া পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শাহ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা প্রতিরোধে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শহরের পাবলিক পার্ক ও খেলার মাঠ বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম