প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়েছে ই্উরোপ। ইতালি ও স্পেন যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
ফ্রান্সেও চলছে করোনার তাণ্ডব। দেশটিতে মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্ত ও মৃত্যুতে ইতালি ও স্পেনের পরই ফ্রান্সের অবস্থান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৯ জন।
স্থানীয় সময় রবিবার দেশটির স্বাস্থ্য বিভাগের প্রধানের দেওয়া হিসাব অনুযায়ী, একদিনে শতাধিক মৃত্যুর পর সংখ্যাটা বেড়ে হয়েছে ৬৭৪ জন। এছাড়া নতুন করে ১ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত মোট আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ১৮ জন। তথ্যসূত্র: আলজাজিরা ও ওয়ার্ল্ডওমিটার
বিডি প্রতিদিন/কালাম