চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ২৬ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৮৭,৪৩৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,১৭,৫৭৭।
এদিকে, মৃত্যুপুরী হয়ে উঠা স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫৫ জন, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জন, মৃত্যু ৪ হাজার ৮৯ জনের।
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।
এছাড়াও দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর ব্যাপারে সায় দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজের নেতৃত্বাধীন স্পেনের মন্ত্রিসভা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন