২৮ মার্চ, ২০২০ ১৪:০৭

করোনা বিস্ফোরণের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

অনলাইন ডেস্ক

করোনা বিস্ফোরণের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

বিশ্বে যুক্তরাষ্ট্রেই কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের হার সবচেয়ে বেশি। সেখানে লাখের ঘর ছাড়িয়েছে সংক্রমণের সংখ্যা। এরমধ্যে নিউ ইয়র্কে সংক্রমণের হার সবচেয়ে বেশি, এক তৃতীয়াংশ। যদিও সেখানে এখন সংক্রমণের হার কমছে। কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকতে ভরসা পাচ্ছেন না সেখানকার গভর্নর। 

নিউ ইয়র্কের পর অন্য অঙ্গরাজ্যগুলিও করোনা বিস্ফোরণের আশঙ্কায় প্রস্তুতি নেয়া শুরু করেছে। 

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারসেত্তি বলেন, আপনি কোথায় অবস্থান করছেন সেটি কোনো বিষয় না। করোনা আপনার কাছে আসছেই। তাই সামর্থ্যের মধ্যে সব পদক্ষেপ নিন এবং নাগরিকদের ঘরে থাকা নিশ্চিত করুন। 

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে দেড় হাজার মানুষ মারা গেছে এবং গত শুক্রবার একদিনেই প্রাণ হারিয়েছে ৪০২ জন। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর