২৮ মার্চ, ২০২০ ২০:৩৫

স্পেনে মৃত্যুর মিছিলে, ২৪ ঘণ্টায় আরও ৮৩২

অনলাইন ডেস্ক

স্পেনে মৃত্যুর মিছিলে, ২৪ ঘণ্টায় আরও ৮৩২

মারণ করোনাভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ইতালির পরেই স্পেন। স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। খবর দ্য স্কাই নিউজের। 

বলা হচ্ছে, স্পেনে করোনায় মৃত্যুর হার গত দুই দিনের চেয়ে একটু কমেছে। শুক্রবার করোনায় মৃত্যুর হার ১৯ শতাংশ থাকলেও শনিবার সেটি কমে ১৭ শতাংশ হয়েছে। এদিকে, চীনে তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিট যন্ত্র ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ করেছে স্পেনের স্বাস্থ্য বিভাগ। করোনা শনাক্তকরণের জন্য কেনা কিটের মাত্র ৩০ ভাগ কাজ করেছে। তাই ৯ হাজার কিট ফেরত দিচ্ছে স্পেন।

উল্লেখ্য, করোনাভাইরাস অত্যন্ত খারাপ অবস্থা তৈরি করেছে ইউরোপে। করোনায় বিশ্বে এই মুহূর্তে সর্বাধিক ৯ হাজার ১৩৪ জনের প্রাণহানি ঘটেছে ইতালিতে। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড স্পেনের। করোনার বিস্তার ঠেকাতে মানুষের চলাচলের ওপর স্পেন ইতোমধ্যে দুই সপ্তাহের  কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। স্বাস্থ্যখাতের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর জোগান দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।  

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর