২৯ মার্চ, ২০২০ ০২:৩৬

চাঁদপুরের এক ব্যক্তির মৃত্যু নিয়ে করোনা–আতঙ্ক

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের এক ব্যক্তির মৃত্যু নিয়ে করোনা–আতঙ্ক

চাঁদপুরের পুরানবাজার নিতাইগঞ্জ এলাকার এক ব্যক্তির (৩৬) মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা ও করোনা–আতঙ্কের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি চাকরি সূত্রে নারায়ণগঞ্জে বসবাস করতেন। সর্দি, কাশি ও ঠাণ্ডার সমস্যা নিয়ে গত ২৫ মার্চ বুধবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে আইসোলিশনে নেয়া হয়েছিল। 

শনিবার বিকাল সাড়ে ৪টায় তিনি মারা যান। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, নিশ্চিত করে কেউ বলতে পারছে না। 

এদিকে নিহত ওই ব্যক্তির বাবা বৃহস্পতিবার ঢাকা থেকে চাঁদপুর আসেন। ঢাকা থাকাকালীন তিনি ছেলের কাছেই ছিলেন। তার চাঁদপুরে অবস্থানকে কেন্দ্র করে পুরানবাজার নিতাইগঞ্জ এলাকায় করোনা–আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ওই বাড়িতে কাউকে ঢুকতে এবং বের হতে দিচ্ছে না।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্যা জানান, কুর্মিটোলা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আলাপ করে নিশ্চিত হয়েছেন যে, নিহত ব্যক্তির করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। তাই চাঁদপুরে তার বাবাসহ পরিবারের কাউকে আইসোলেশনে নেয়ার চিন্তা করছেন না। 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর