৩১ মার্চ, ২০২০ ১৬:৪৫

সতর্কতামূলক ব্যবস্থায় কারাগারের ৪০ বন্দী কোয়ারেন্টাইনে

অনলাইন ডেস্ক

সতর্কতামূলক ব্যবস্থায় কারাগারের ৪০ বন্দী কোয়ারেন্টাইনে

প্রতীকী ছবি

চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে ৫১ জন আক্রান্ত এবং মারা গেছে ৫ জন। 

এদিকে, দেশের কারাগারগুলোতে করোনাভাইরাস আক্রান্ত রোগী না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪০ জন বন্দীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহীত বিভিন্ন উদ্যোগের নথি থেকে এ তথ্য জানা গেছে।

কারা অধিদপ্তরের কার্যক্রমে বলা হয়, সর্বশেষ ২৮ মার্চের তথ্য অনুযায়ী, দেশের কারাগারগুলোতে করোনাভাইরাস সংক্রমণের কোনো পজেটিভ কেস নেই। কিন্তু অধিকতর সতর্কতার অংশ হিসেবে যদি কারও ঠাণ্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা দেয়, তাহলে তাদের পৃথক কক্ষে রাখা হচ্ছে। বিভিন্ন কারাগারে মোট ৪০ বন্দীকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ এবং অধিনস্থ সব অধিদপ্তর/সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানা যায়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর