৩১ মার্চ, ২০২০ ১৭:৪২

২০২১ সালের প্রথম দিকে প্রস্তুত হতে পারে কভিড ভ্যাকসিন

অনলাইন ডেস্ক

২০২১ সালের প্রথম দিকে প্রস্তুত হতে পারে কভিড ভ্যাকসিন

প্রতীকী ছবি

করোনা আতঙ্কে দিশেহারা গোটা বিশ্ব। দিশেহারা চিকিৎসক এবং বিজ্ঞানীরা। শত চেষ্টাও কোন কাজে আসছে না।

যুক্তরাষ্ট্রের বৃহৎ ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান জনসন ও জনসন বলেছে, মানুষের উপর পরীক্ষামূলক করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে এবং এই ভ্যাকসিনটি আগামী বছরের শুরুর দিকে জরুরি ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে।

সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা অধিদফতরের সঙ্গে যৌথভাবে ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের সমন্বয়ে এ কার্যক্রম চলছে। 

ভ্যাকসিনের মানবিক পরীক্ষাগুলো সফল হলে এটি এক বিলিয়ন ডোজ বেশি ভ্যাকসিন উৎপাদন করতে সমর্থ্য হবে।-ভয়েস অব আমেরিকা

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর