করোনাভাইরাস শনাক্ত করতে দেশে গত ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এই সময়ের মধ্যে একদিনে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
বিডি প্রতিদিন/কালাম