৯ এপ্রিল, ২০২০ ২১:১৮

জামালপুরে নার্সসহ ২ জন করোনা আক্রান্ত

জামালপুর প্রতিনিধি

জামালপুরে নার্সসহ ২ জন করোনা আক্রান্ত

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স এবং মেলান্দহে ঢাকাফেরত এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই দুজনের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বৃহস্পতিবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ। আজ সন্ধ্যায় সংগৃহীত নমুনার রিপোর্ট পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন। 

জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫৫ বছর বয়সী সিনিয়র স্টাফ নার্স এবং ঢাকারফরত মেলান্দহের চরবানিপাকুড়িয়া ইউনিয়নের ভাবকী গ্রামের ২৩ বছর বয়সী ওই যুবকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে বৃহস্পতিবার সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ সন্ধ্যায় ওই দুজনের সংগৃহীত নমুনার রিপোর্টে করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত ওই নার্স বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করেন এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেলান্দহের ওই যুবক গত ২৬ মার্চ ছুটিতে চরবানিপাকুড়িয়া ইউনিয়নের ভাবকী গ্রামে আসেন। তাদের দুজনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসোলেশনে নিয়ে আসতে স্বাস্থ্য বিভাগের দুটি টিম রওনা দিয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর