কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বব্যাপী নেওয়া হচ্ছে নিত্য নতুন কৌশল। সম্প্রতি ভিয়েতনামের চালু করা হয়েছে চালের এটিএম। সুবিধাবঞ্চিতরা যাতে না খেয়ে থাকে এবং একজন একজন করে চাল সংগ্রহ করতে পারে সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। এখানে চাল নেওয়ার আগে অবশ্যই আগে হাত ধুয়ে নেওয়া হবে। এটিএম বুথের সামনে সে ব্যবস্থাও রাখা হয়েছে। এমন উদ্যোগ যিনি নিয়েছেন তার নাম হোয়াং তুয়ান অ্যান। সুবিধাবঞ্চিত মানুষ দিনে রাতে যে কোনো সময় চাল সংগ্রহ করতে পারবেন।
তুয়ান অ্যান একটি ইলেক্ট্রিক লক কোম্পানি পরিচালনা করেন। হো চি মিন শহরের তান ফু জেলায় তার এ কোম্পানি। করোনাভাইরাসের কারণে সেখানেও কর্মহীনদের মাঝেও ত্রাণ বিতরণ চলছে। কিন্তু ত্রাণ হিসেবে চাল বা নুডলস বিতরণের ব্যবস্থা দেখে দুঃখ পান তিনি। কারণ ত্রাণ নিতে এসে অনেক মানুষ জড়ো হন যা এ ভাইরাস ছড়ানোর আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সে জন্য তিনি চালের এটিএমের দ্রুত ব্যবস্থা করেন তিনি। ৩৫ বছর বয়সী তুয়ান এন বলেন, এটা খুবই জরুরি ছিল। তাকে এ কাজে সহায়তা করেছেন আরও তিন প্রকৌশলী। সূত্র: ভিয়েতনাম টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা