৩০ মে, ২০২০ ১১:৪১

আরও অবনতি ভারতের করোনা পরিস্থিতির, একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

আরও অবনতি ভারতের করোনা পরিস্থিতির, একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

আরও অবনতি হয়েছে ভারতে করোনাভাইরাস পরিস্থিতির। একই দিনে দৈনিক আক্রান্ত আর মৃত্যুর রেকর্ড গড়ল দেশটি। 

প্রাণঘাতী ভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রায় আট হাজার মানুষের করোনা শনাক্তে মোট বেড়ে দাঁড়াল ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন এবং মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৯৭১।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৭ হাজার ৯৬৪ জন নতুন রোগীর খবর পাওয়া গেছে। এই সময়ে মারা গেছে ২৬৫ জন। এনিয়ে ভারতে টানা দ্বিতীয় দিন একদিনে ৭ হাজারের বেশি আক্রান্ত হল, আর ৬ হাজারের বেশি রোগী পাওয়া গেল টানা অষ্টম দিন।

মৃতের সংখ্যায় গতকাল শুক্রবার চীনকে টপকে যায় ভারত। আর আক্রান্তের হিসাবে নবম স্থানে পৌঁছায় তারা। এ পর্যন্ত ৮২ হাজার ৬২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসা নিচ্ছেন ৮৬ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৪৭.৫৫ শতাংশ।

মহারাষ্ট্র, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় শুক্রবার একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। একদিনে ১১৬ জনের মৃত্যুতে মহারাষ্ট্রে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ হাজার ৯৮। মোট আক্রান্ত ছাড়িয়েছে ৬২ হাজার। তামিলনাড়ুতে নতুন করে আরো ৮৭৪ জন ও তেলেঙ্গানায় ১৬৯ জন নতুন রোগী পাওয়া গেছে।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর