২ জুন, ২০২০ ১১:৩৩

করোনার ভ্যাকসিন গবেষণায় ৬৬ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

করোনার ভ্যাকসিন গবেষণায় ৬৬ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।  ভাইরাসটির কোনও প্রতিষেধক এখনও আবিষ্কার না হওয়ায় প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে লাশের সারি।

এমন অবস্থায় করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণায় ৬৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, ভ্যাকসিন গবেষণা, এন্টি-ভাইরাল গবেষণা ও শ্বাসতন্ত্রের নানা মেডিকেল পরীক্ষার জন্য এই পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে।

তিনি বলেন, এই ফান্ডের মূল উদ্দেশ্য জীবন বাঁচানো।

স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি আনার সাথে সংক্রমণ যাতে হ্রাস পায় সেই ব্যবস্থার একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়া এই উদ্যোগ নিচ্ছে।

অস্ট্রেলিয়ায় ৭ হাজার ২শ’র মতো কোভিড ১৯ রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন ১০২ জন। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর