ইরানে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু হলো মঙ্গলবার (২১ জুলাই)। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেছেন, ইরানে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৬৩৪ জন করোনায় মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুর আগের রেকর্ড হয়েছিল ৯ জুলাই, ২২১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৮ হাজার ৮২৭ জনে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ