দিনাজপুরে গত ২৪ ঘন্টায় একজন মৃতেরসহ ৩৬ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩৬ রোগীর মধ্যে দিনাজপুর সদরে ২০ জন, বিরলে চার জন, পার্বতীপুরে চার জন, ফুলবাড়ীতে দুইজন, খানসামায় দুইজন, চিরিরবন্দরে দুইজন, বিরামপুরে একজন ও ঘোড়াঘাটে একজন রয়েছে।
এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২৭৪ জন। তবে গত ২৪ ঘন্টায় ২০ জন সুস্থসহ জেলায় সুস্থ হলেন ৭৬৬ জন। এর মধ্যে পুরুষ ৯৩১ জন, নারী ২৯৭ জন ও শিশু ৪৬জন রয়েছে।
এদিকে, জেলায় করোনায় আক্রান্ত ১২৭৪জনের মধ্যে ৭৬৬জন সুস্থ ও ২৪জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮৪জন।
বর্তমানে হোম আইসোলেশনে ৪৬০জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৬জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮জন। এইসব নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ আরও জানান, মঙ্গলবার রাতে প্রাপ্ত তত্ত্বে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ল্যাব থেকে ১২৮ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৩৬ জনের করোনা পজিটিভ, আর ১টি ফলোআপ পজিটিভ এবং বাকী ৯১টি নেগেটিভ এসেছে। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৯৪৯৬টি আর অদ্যাবধি ফলাফল এসেছে ৯৩০০টি নমুনার। গত ২৪ ঘন্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১১৬টি। গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১৯৮জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার